কি শীত কি গরম দিবস-রজনী
প্রভুর পথে হোক জীবন বিলিন,
ভরে যাক দেহখানি ধুলাবালিতে
চেহারাটা হয়ে যাক আরো মলিন।




রচনাকাল→
২৮-০১-১৮
রবিবার, অফিস
সংবর্ধনা।