পথ বহুদূর
যেথে হবে দূর আরো
পথিক তুমি ক্লান্ত হয়ে কেনো বসে আছো?
কন্ঠে তোল সুর
হাতে কলম ধরো
অন্যের কথায় তুমি কেনো আজ নাচো?
কাঁদছে রোহিঙ্গা
অবিরাম দুয়া করো
মনের সুখে কেমনে তুমি নিশ্চিন্তে হাসো?
সকলের মন ভাঙ্গা
সামনে কদম বাড়ো
প্রতিরোধে দাড়িয়ে যাও যদি ভালোবাসো?
তারিখঃ১৩.০৯.১৭
বুধবার