জান্নাতে সুখী হয়ে খুশে থেকো মুস্তাফিজ
দুনিয়ার গোনাহগার বলে "আল্লাহ হাফিজ"
মানুষের সুখের লাগি নির্ঘুম রাত যাপন
হুকুমত সাধনায় ব্যয় হলো তোমার জীবন।
সবারে প্রিয় করে এবং হয়ে আল্লাহর প্রিয় দেখালে; সৃষ্টি এবং স্রষ্টাকে আপন করে নিও।
তোমার বিরহ বেদনা বর্ষায়ও রবে অম্লান
জান্নাতে ভালো থেকো প্রিয় মুস্তাফিজ রহমান।
মিটিং মিছিল শ্লোগান জিকির আর তেলাওয়াতে কোরআন
ইবাদতের সকল ধারায় ছিল তোমার অনেক বড় অবস্থান।
দীন বিজয়ের বাসনায় ছিল মেহনত-মুজাহাদা
নফল নামাজ আর অগুনতি নামাজে সেজদা।
মানবতার বিজয় খবরে উৎকন্ঠা ছিল তোমার
বিজয় খবর শোনাবো তোমায়, শোনাবো আল্লাহু আকবার।
সড়ক দুর্ঘটনা আর জীবন দুর্ঘটনায় পড়ি ইন্না লিল্লাহ
ইসলাম বিজয়ের খবর শোনাবো তোমাকে ইনশা আল্লাহ।