স্বপ্ন ছিল
আশা ছিল
পড়বো নতুন মালা,
ইচ্ছা ছিল
শখ ছিল
খুলবো ঘরের তালা।
চলছিল দিন
বাজছিল বীণ
স্বপ্নের দিন আসছিল,
কাঁপছিল মন
আসছিল ক্ষণ
খুশির সানাই বাজছিল।
কিন্তু হঠাৎ হায়
প্রিয় চলে যায়
সব ছেড়ে অন্যখানে,
যাবার বেলায়
শূধু বলে যায়
আমি গেলাম আসমানে।
রচনাকাল →
১১.০১.১৭ঈ.
বুধবার