পথিক তুমি চলার পথে
পথ হারাইও না,
পথের যিনি মালিক
কভু তাঁরে ভুলো না।



২৮-১০-১৭ ঈ
শনিবার