একটি ক্ষুদ্র জলাশয়ে যদি
পড়ে তোমার নজর,
বলবে তুমি করেছে খনন
নিশ্চয়ই কোনো মেথর।
যদি কখনো তাকাও তুমি
রাস্তার ড্রেন মাঝে,
বলবে তাহা করেছে তৈরী
শ্রমিক সকাল সাঝে।
তবে কেন বন্ধু আকাশ দেখে
হয়না কভু মনে,
নিশ্চয়ই তার আছে কারিগর
বানিয়েছে একজনে।
যদি পুকুর ঘাটে মুগ্ধ দুপুরে
আয়েশে কাটাও সময়,
ঘাট তাহলে করেছে সৃজন
কারিগর এক নিশ্চয়।
যদি পুকুর জলে মনের সুখে
মাছের দেখা পাও,
এ মাছের সালন নিশ্চিত তুমি
আয়েশ করেই খাও।
তবে পুকুর আর মাছ
এমনি এমনি হয়েছে বলো সৃজন?
বিবেক তোমার নিয়েছে বিদায়
আকলের হয়েছে মরণ?
যদি বাড়ীর মাঝে ঘরের কোণে
লাইট জ্বালাতে হয়,
বলবে তুমি ইলেক্টিশিয়ান
লাগিয়েছে নিশ্চয়।
তবে ধরার বুকে আলোর ধারা
এমনি এমনি হলো?
পৃথিবীর চেয়ে বড় সূর্যটাকে সৃষ্টি
করেনি কেউ বলো?
যদি আরামের খুজে শীতল হতে
পাখা ছাড়তে চাও,
এসি তোমার চালু আছে
বিদ্যুতের বিল বাড়াও।
তবে ঠান্ডা শীতল বাতাস সদা
বহমান এমনি করে?
করেনি তারে সৃজন কেউ
রয়নি অগোচরে?
ধন সম্পদ প্রভাব সম্মান
সবই তোমার পিছু,
বন্ধু তবুও হওনি এখনো
হ্রদয়ের ধনে উচু।
বিশ্বাস যদি অটুট না হয়
ক্যমনে দেখাবে মুখ?
যখন হবে তাঁর সাথে হায়
গভীর চোখাচোখ?
বিশ্বাসে যদি গরীব হও
ক্যমনে ধনী হবে?
বিরোধকর্ম নিয়ে তুমি
কিভাবে সামনে যাবে?
বন্ধু তুমি মরিচিকা পিছে
ঘুরছ দিবা নিশি,
আফসোস তুমি করবে জানি
জীবন হবে বাসি।
১৭.০৫.১৭ বুধবার
বাগবাড়ী,সিলেট।