(১)
তোমার শোকে কাঁদি আমি জলে বাসাই বুক,
তবে কেনো দেখলে আমায় ফিরাও তোমার মুখ।
(২)
তুমি যদি সুখী হও
সুখে রবো আমি
আমি যদি কষ্টে থাকিও
সুখী হও তবুও তুমি।
(৩)
নিলেনা খবর তোমার স্বজন যে ছিল তব পাশে,
স্বজন আর প্রতিবেশীর হেলায় নিয়ত সে কাশে।
(৪)
দুরে চলে যাসনে ওরে একা ফেলে আমায়
আমি পাগল হয়ে যাবো যদি হারাই তোমায়।
(৫)
তোমার নামে স্বপ্ন আসে
মনে জাগে আশা,
হ্রদয় আমার পূর্ণ হয় পেয়ে
ভালোবাসা।


আরাপপুর,ঝিনাইদহ।