গোনাহের কারণে আল্লাহ করিওনা দূর
আমাদের জীবনে ঘটাও নব আলোর ভোর।
আমরাতো নালায়েক বান্দা করিয়াছি পাপ
তুমিতো রাহিম গাফফার করে দাও মাফ।


রচনাকাল →
০১-০১-১৮