মুসলিম তুমি এক হও ইসলাম সীমানায়,
মুসলিম তুমি হও জমায়েত রাসূলের পতাকায়।
মুসলিম তুমি স্বরণ রেখো আল্লাহ তোমার প্রভু,
মুসলিম তুমি অবিচল থেকো প্রাণ যায় যদি যাক তবু.........
মুসলিম তুমি বীরের জাতি সিংহের খান্দান,
মুসলিম তুমি চির উঁচু শীর খালিদের সন্তান।
মুসলিম তোমার নেই পরাজয় ভীত হইওনা কভু......
মুসলিম তুমি সাহসী সিপাহী সুলতান আইয়ুবি,
মুসলিম তুমি উমর তারিক কাসিম নানুতবি।
মুসলিম তোমার নেই কোনো ভয় আল্লাহ তোমার প্রভূ ......
ররচনাকাল →
২৫ জুলাই '২০১৭
গয়ঘর,মৌলভীবাজার