উনত্রিশ বছর ধরে হাঁটছি...
ছাপ্পান্ন হাজার বর্গমাইলের প্রতিটি পরতে পরতে
প্রতি ইঞ্চিজুড়ে আমাদের পায়ের ছাপ,
ঘামঝরা,রক্তমাখা।

ধানক্ষেতের আল ধরে ধীরে ধীরে সম্মুখে এগিয়ে যাই...
পথে পথে জনে জনে রাস্তার মোড়ে মোড়ে
মিছিলে মিছিলে হৃদয়ের দুয়ারে দুয়ারে
ভাই বন্ধু চাচা দাদা খালা ফুফু বোন
বলে বলে, সকলকে ডেকে ডেকে
সকলের কানে কানে বলেছি-
মুক্তির মূলমন্ত্র- ইসলামী শাসনতন্ত্র।
সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায়,
উন্নয়ন সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায়
ইসলাম ও বাঙালিয়ানা-ই কার্যকর পন্থা।

অবহেলা অপমান তির্যক দৃষ্টিবান
আর হতাশা আমাদের জন্য হারাম।

আমরা পথশ্রান্ত হইনা।
আমরা মূহুর্তের জন্যও কখনো আশাহত হইনা, হতে পারিনা।

দেড়হাজার বছর ধরে অবিরাম ছুটেচলা
অধিকার প্রতিষ্টার সংগ্রামী নির্ভীক এ
কাফেলার প্রারম্ভে দাঁড়িয়ে আছেন
আশার আলোকস্নাতে প্রদীপ্ত এক মহান সূর্য-
নবিয়ে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

বদর আমাদের চেতনা.
আমরা হতাশ হইনা..
মুমিন হতাশ হয়না...