দীপাধার আজ নিকশ আঁধারে অন্ধকারাচ্ছন্ন।
কোথাও কোনো আলো নেই।
কালোরা আজ মিছিলে মিছিলে
রাজপথ প্রকম্পিত করছে
সাদারা দূরে কোথাও হারিয়ে যাবার
প্রস্তুতি নিচ্ছে।
এ শহর ঘিরে চলচে মিথ্যাচারের
অকৃত্রিম বিভৎসতা
যারা মিথ্যুক তারা করে উল্লাস প্রকাশ।
আজ সততার স্থান সপ্তাকাশের উর্ধ্বে
এদেশে তো নয়-ই।
যারা জুলুমের ঠিকাদার
তারা আজ বড় সম্মানী
তারা হয় শ্রদ্ধাভাজন।
এসো সবাই নিকশ কালো রাতের
অতি কালো বাদুড়ে রুপান্তরিত হই।
তাহলে আমরাও সম্মানী হবো।