কোনো এক সন্ধ্যায়

সন্ধা বেলায় গল্প করা সুখানুভূতি
আর তা যদি হয় প্রিয়ের সাথে
তবে সে তো এক মহা সুখস্মৃতি।
তোমার সুখ কামনায় আমিও সেজদায় পড়েছিলাম,
কোনো এক সন্ধ্যায় আমিও তোমার সাথে গল্প করেছিলাম।


বার্ডস আই-৪