নীলাকাশ জুড়ে সাদা সাদা মেঘের উড়ে বেড়ানো দেখে;
হৃদয়কে জিজ্ঞাসা করো, আপন হৃদয়েও কি আকাশের
এমন সাদা- শুভ্রতা বিচরণ করে?

আকাশের সাদা-শুভ্রতার প্রতিবিম্ব সাগরের জলরাশিতে আপতিত হয়
কেননা সাগরের পানি স্বচ্ছ থাকে।

ছোট কূপ বা পুকুরের পানিতে এমন শুভ্রতা প্রতিবিম্বিত হয় না, কারণ
এখানে সাধারণত পানি পরিষ্কার থাকেনা।

রাতের গভীর নিরবতায় নিজেকে প্রশ্ন করা উচিত;
নীলাকাশ জুড়ে উড়ে বেড়ানো সাদা মেঘের শুভ্রতার প্রতিফলন হৃদয়ে কতটুকু পরেছে?

হৃদয়! তোমার কোলজুড়ে সাদা মেঘকে জায়গা দাও।


রচনাকাল→
২০ সেপ্টেম্বর'২০২০
বড়ইয়া, রাজাপুর, ঝালকাঠি
ফজর নামাজের পূর্বে