(১)
এমন হবে কভু ভাবিনি
তোমাকেও কভু আমি ভুলিনি।

(২)
তোমার চলার গতিময়তায় আমি উচ্ছসিত,
তোমার হাসিতে হাসবে সবে হবে প্রাণবন্ত।

(৩)
এমন একটি সময় আসবে জানি
পাড়ায় পাড়ায় পড়বে সবে তোমার আমার কাহীনি।


পুরানা পল্টন, ঢাকা।