লিখতে হলে কলম প্রয়োজন
কথা বলার জন্য দরকার জবান
সত্য লিখার জন্য সৎ সাহস প্রয়োজন
সত্য বলার জন্য দরকার স্বাধীন জবান।
মুক্তির জন্য সংগ্রাম অপরিহার্য
বিজয়ের জন্য দরকার অপরিসীম ধৈর্য
সংগ্রামের জন্য প্রয়োজন দৃঢ়চেতা মনোভাব,
বিজয়ের প্রয়োজনে গণ মানুষের সাথে রাখতে হবে সদ্ভাব।
কলা খাওয়ার স্বপ্ন নিয়ে বিপ্লবী হওয়া যায়না
বিপ্লবী! উপায় উপকরণের প্রতি দৃষ্টি দেয়না।
বিপ্লবী সব হারিয়েও হারাবার কথা না বলা।
বিপ্লবীর চেতনা হলো অবিশ্রান্ত পথচলা।
কলা খেয়ে বিপ্লবী হওয়া যায়না।
রচনাকাল →
১১-০৬-১৮ সোমবার
পুরানা পল্টন, ঢাকা।