তোমার সুখের খবর নাইবা জানাও যদি,
তবে দুঃখের খবর দয়া করে দিও।
তোমার সুখের সময় আমায় কভূ মনে না হয় যদি,
তবে দুঃখের সময় আমার কথা মনে করিও।
তোমার সকল সময় ভালো হোক, দুঃখ হোক দূর,
তোমার সুরে উঠুক বেজে ঐ মালিকের সুর।
তোমার জীবন হয় যেন ব্যয় পূণ্যময় পথে,
মহান প্রভূর রহম যেন থাকে তব সাথে।
কষ্টগূলো দূর হয়ে যাক পাপগূলো যাক মুছে,
মহান প্রভূর রহম যেন থাকে তব পিছে।
তোমার মুখের হাসি দেখে হেসে উঠুক ধরা,
তোমার জীবন হয় যেন সকল সুখে ভরা।
তোমার চোখে জল গড়ালে কাঁদুক দুনিয়া,
তোমার কথায় চলুক পৃথিবী;থাকুক মানিয়া।
.....................................
রাজনগর, ০১.১০.১৪ ঈ.