ক্ষমতার অত্যাচার স্থায়ী হয়না চিরকাল
অবশেষে বলবে লোকে তুই কোন চ্যাটের বাল?
মানুষের মনের বিষে জ্বলবে তোমার সিংহাসন
অত্যাচারের শেষ পরিণাম জনরোষ আর আন্দোলন।
জুলুমের পূর্ণতায় জালিমের ধ্বংস গান
শেষ বেলাতে জালিমশাহী পায়না কোনো মান সম্মান।
জালিমের রক্ত নেশায় ক্ষিপ্ত থাকে জনগণ
জালিমের চামড়া তুলে লাউ বানাবে মূর্খজন।
অত্যাচারের শেষ সীমানায় জালিমের ধ্বংস ঘর
জুলুমের বাড়াবাড়িতে জালিম হয় জুলুম বর।