শান্তি গেলো
সুখও গেলো
চিন্তা গেলো বেড়ে,
কষ্ট এলো
দুঃখ এলো
ঘুম নিলো কেড়ে।
কুরআন পুড়ে
কুরআন জুড়ে
অবমাননা দিবা নিশি,
মন মানে না
মন বুঝে না
কষ্ট বাড়ে অহর্নিশি।
রক্তে আমার
রক্তে সবার
আগুন জ্বলে অবিরত,
আসলে ফাগুন
লাগবে আগুন
জ্বলবে সবই সময়মত।
রচনাকাল→
16 মার্চ 2017