জীবনের সড়কে সড়ক বিভাজক অনুপস্থিত,
প্রতিমুহূর্তে দুর্ঘটনা হচ্ছে উপস্থিত।
আমি নিরুপায় দাড়িয়ে
অপেক্ষায় কোনো পবিত্র সত্তার,
যে আমার যাপিত জীবনের
প্রতি পরতে পরতে আশার কালাম শোনাবে,
আমি তার অপেক্ষায় অধীর,
যার পবিত্র পরশে গড়বো স্বপ্নের নীড়।
আমি তার পথপানে তাকিয়ে
প্রতিক্ষায় সে পবিত্র সত্তার।
যে আমার চলমান জীবনের
দুরাশার সকল দরজা একে একে বন্ধ করে দিবে।
জীবনের মহাসড়কে সড়ক বিভাজক হারিয়ে গেছে,
জীবনের সকল সুখ-আনন্দ বরফ হয়ে ক্ষয় হয়েছে।
-----------
পল্টন, ঢাকা