হাসি-আনন্দ-সুখ
আর খুশির কলরবে,
জীবন তোমার কেটেছে
জানি রঙিন অনুভবে।

ভেবেছিলে তুমি ইচ্ছাতে তব
যমিন-আসমান দুলে,
কিন্ত যে হায়! ভুল করেছ
মূলনীতির ও মূলে।

ভুল হয়েছে যাবে শোধরানো
হয়তো সুযোগ আছে,
যদি না শোধরাও মনে রেখো
তবে মৃত্যুদূত তব কাছে।

পিছন থেকে কখন জানি
তোমায় 'ধাক্কা' দিবে,
হয়ে যাবে শেষ জীবনের খেলা
তুমি 'অক্কা'পেয়ে যাবে।


রচনাকাল →
০৯-০৬-১৩ রবিবার
(বড় মামাঃ
২০-০৩-১৮ মঙ্গলবার)