ভালো থাকিস
সুখে থাকিস
অতীত জীবন ভুলে,
হাসতে পারিস
গাইতে পারিস
বসে অন্য কোলে।।

কষ্ট ভুলিস
ভালোবাসিস
মন যারে চায়,
উঠতে পারিস
বাইতে পারিস
পছন্দের যে নায়।

মাফ করে দিস
পারলে ভুলে থাকিস
জ্বালাবো না আর তরে,
কষ্ট যা পেয়েছিস
স্মৃতি যা রেখেছিস
আঁকড়ে রবো জীবন ভরে।।



রচনাকাল→
০১ ডিসেম্বর'১৭