(শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম-এর স্মরণে)
ঘুমের দুনিয়ায় একা জেগে থাকা বহু কষ্টের
বিবেকহীনতার বাজারে বিবেকবান হওয়া কষ্টের
নীতিহীনতার দরিয়ায় নীতির সাঁতার দেয়া কষ্টের
জাহিলিয়াতের দুনিয়ায় ইসলাম প্রতিষ্ঠা অনেক কষ্টের।
গুমন্ত নেতার ভীরে জাগ্রত নেতা পাওয়া কঠিন
বিবেকহীন নেতার মাঝে বিবেকবান নেতা পাওয়া কঠিন
নীতিহীন নেতার ঢেউয়ে নীতিবান নাবিক মিলানো কঠিন
জাহিল নেতার মাঝে ইসলামী নেতা পাওয়া খুব কঠিন।
গুম এবং গুমন্ত নেতার সংখ্যা দেশে বেশী
বিবেকহীনতা এবং বিবেকহীন নেতাও বেশী
নীতিহীনতা এবং নীতিচুর নেতা ব্যাপক-বেশী
জাহিলিয়াত এবং জাহিল নেতার আধিপত্যও অনেক বেশী।
জাগ্রত নেতা ছিলে তুমি
বিবেকবান নেতা ছিলে তুমি
নীতিবান নেতা ছিলে তুমি
আলিম নেতা ছিলে তুমি।
তোমার স্বপরা বেঁচে থাকুক চিরকাল
অটুট থাকুক ভালোবাসা অনন্ত-মহাকাল।
পৃথিবীতে উচ্চকিত হোক তব নাম
মান্যবর-শ্রদ্ধেয় হে সাইফুল ইসলাম।
রচনাকাল →
০২.০২.১৯
শনিবার
পুরানা পল্টন-ঢাকা