হ্রদয় থেকে হ্রদয়ে আলো ছড়াও
ভালো ভালো কথায় হ্রদয় ভরাও
পাঠ করো অবিরাম আকাবির জীবনি
ইসলাম না নামগানি।
বিপ্লবী চেতনায় উজ্জীবিত হোক প্রতি হ্রদয়
বিপ্লবী কর্মে ভরপুর হোক প্রতি সময়
সুখী হবে তবে মায়ের জিন্দেগানি
ইসলাম না নামগানি।
আল্লাহর পথে প্রতি কদম উঠাও
আল্লাহর রঙে তব জীবন রাঙাও
বন্ধ করো সব নাফরমানি
ইসলাম না নামগানি।
অবিরাম সাধনা হোক জীবনের থিম
প্রভু যেনো চালায় সে পথে, যা মুস্তাকিম
বন্ধ হোক বাতিলের চোখ রাঙানি
ইসলাম না নামগানি।
ফোটনোটঃ "ইসলাম না নামগানি" মণিপুরি আঞ্চলিক কথা যার অনুবাদ হলো "ইসলামের বিজয় হবে"।
পুরানা পল্টন,ঢাকা।