আমি আজো ঘুমাতে পারিনি
এপাশ ওপাশ করে বিনিদ্র রজনী কাটিয়েছি
মুহুর্তের জন্যও শান্ত-স্থীর হতে পারিনি
মুক্ত নীলাভ দেখার আশায় বহুবার এদিক ওদিক থাকিয়েছি।
আজো কানে কাশ্মীর থেকে কান্নার আওয়াজ আসে
এখনো নাফ নদিতে মুসলিম শিশুর লাশ ভাসে
সিরিয়ায় আজো মায়ের কোলে সন্তানের লাশ দেখি
এখনো মুক্তির তরে মুসলিম যুবক নেয়নি কোনো ঝুঁকি।
আমি মসজিদে আকসার স্বরণ থেকে গাফিল হতে পারিনি
আমি এখনো আয়লানের কথা ভুলতে পারিনি
এসব অমানবিক দৃশ্য কেনো দেখতে হয় বারবার?
এরি মাঝে হায় ভীর জমেছে ঈদগাহ সাজাবার।
ঈদ আসেনিকো দুয়ারে আমার।
রচনাকাল →
১১-০৬-১৮
সোমবার