সমাগত ঈদে কোরবানি
পশু কোরবানি হবে জানি
পশুত্ব কোরবানি হবেনি?

সামনে কোরবানির ঈদ
শিশুদের নেই চোখে নিদ
বিলিন হবেকি নফসের জিদ?

যদি থেমে যায় কান্না ধ্বনি
থামে যদি বোনের অশ্রু খনি
আসবে ঈদ সেদিন জানি।


বৃহস্পতিবার
পুরানা পল্টন, ঢাকা।