হঠাৎ নেতার ভিড়ে
আমার দেশের রাজনীতি খারাপ
আমার দেশের স্বীকৃতি খারাপ
আমার দেশের শ্লোগান খারাপ
আমার দেশের দোকান খারাপ।
হঠাৎ নেতার ভিড়ে
আমার দেশের জল খারাপ
আমার দেশের নল খারাপ
আমার দেশের কল্লা খারাপ
আমার দেশের মোল্লা খারাপ।
হঠাৎ নেতার ভিড়ে
আমার দেশের রাস্তা খারাপ
আমার দেশের নাস্তা খারাপ
আমার দেশের অফিস খারাপ
আমার দেশের নসিব খারাপ।
হঠাৎ নেতার ভিড়ে
আমার দেশের নারী খারাপ
আমার দেশের বাড়ী খারাপ
আমার দেশের গাড়ী খারাপ
আমার দেশের নাড়ী খারাপ।
হঠাৎ নেতার ভিড়ে
আমার দেশের শাড়ী খারাপ
আমার দেশের জুড়ি খারাপ
আমার দেশের জান খারাপ
আমার দেশের মান খারাপ।
হঠাৎ নেতার ভিড়ে
আমার দেশের জন খারাপ
হঠাৎ নেতার ভিড়ে
আমার দেশের মন খারাপ।
রচনাকাল→
১৫ নভেম্বর'১৮
পুরানা পল্টন, ঢাকা