বন্ধু আমার স্বজন আমার একটু কথা শোন
শান্তি এবং দীন বিজয়ের স্বপ্ন এবার বুনো।
তিন দল মিলে তিন দাবী তুলে করছে আয়োজন
দু'কদমে দৃঢ়ভাবে ডাকছে সারাক্ষণ।
এ-এর দাবী আমরা দিচ্ছি উন্নয়ন আর মানব মতবাদ
বি-এর দাবী আমরা দিবো সুখ আর জাতীয়তাবাদ
সি-এর দাবী সুখ-শান্তি আর ইসলাম হবে আবাদ
বন্ধু এবার বলবে তুমি কাকে জিন্দাবাদ?
এ এবং বি একই ধারার তাগুতের ঠিকাদারি
সি হলো নিরেট শান্তি-সুখের ইসলাম অনুসারী।
এবার শোন বন্ধু আমার প্রাণের আওয়াজ তুমি
দীপ্ত শপথে বলিয়ান হও গড়তে স্বদেশ- ভূমি।
বন্ধু তুমি চেষ্টা করলে মানবতার হবে জয়
ইসলামেরি পক্ষে হবে হাতপাখার বিজয়।
পুরানা পল্টন,ঢাকা