হাত পাখার বিজয় হলে হাসবে মানবতা
দূর হবে অন্যায় সব সকল পাশবিকতা।
আসবে ফিরে আমার দেশে সবুজ সজীবতা।।
সে আনন্দে হাসবে সবে হাসবে তরু লতা।।

হাত পাখার বিজয় মানে মানবতার জয়,
তাইতো এবার গরীব দুঃখীর নাইরে কোনো ভয়।
অন্নহীনে অন্ন পাবে হলে পাখার জয়,
তাইতো এবার কুলি মজুর নাইরে কোনো ভয়।।

মুমিনেরা হাসবে জানি হাতপাখার বিজয়ে,
আসবে জানি খুশির সময় হাসবে সে সময়ে।
হাতপাখার বিজয় শূনে হাসবে আমার মায়ে,
ভোট দিও হাতপাখাতে মিলে সকল ভাইয়ে।


রচনাকাল →
১৫ জানুয়ারি'১৮
মৌলভীবাজার