হানিফ নাবিল এনা ইউনিক আরো যত গাড়ী
একে একে সব চলে যায় টার্মিনাল ছাড়ি
চলতে চলতে পথ চলে যায় আসেনা কাছে বাড়ী।

মায়ের সাথে দেখা হবে স্বপ্ন নিয়ে চলি
কল্পলোকে মায়ের সাথে কত কথা যে বলি
বাড়ীতে যাবো অপেক্ষা আর কয়েক ঘন্টা দেরী
এমনি সময় আমার উপর হামলে পড়লো  গাড়ী।
হানিফ......

প্রিয়ার সাথে কথা বলার স্বপ্নখানি ছিল
প্রিয়ার জন্য নতুন একখান শাড়ি ব্যাগে ছিল
শাড়িসহ আমার উপর আঘাত করলো  গাড়ী
এ কারণে হাসপাতালে হয়ে গেল মোর বাড়ী।
হানিফ....

বোনের বিয়ের গহনাগুলো আমার কাছেই ছিল
আমার জন্য মা-বোনেরা অপেক্ষাতে ছিল
হঠাত করেই প্রবল বেগে হানলো আঘাত গাড়ী
এক আঘাতেই আমার সাথের সব দিলাম ছাড়ি।
হানিফ...