হাজার দিনের ইতিহাস বলে আমরা একসাথে,
চলেছি খেয়েছি খেলেছি আমরা একমাঠে একপাতে।
মানুষে মানুষে পরিচয় ছিল ভেদাভেদ নাই কোনো,
হিন্দু-মুসলিম ছিল একসাথে আপন ভাই ভাই যেনো।
বিশ্বাসীরা ছিল একদেহ ছিলনা দ্বন্দ্ব মারামারি,
ছিলনা হিংসা লড়াই কিংবা ছিলনা আহাজারি।
অসুস্থ বা আহত হলে শোকাভিভূত হত সবে,
সুখে- দুঃখে চলি সবে মরণে মিলি শোক রবে।
মন্দিরে গীর্জায় উপাসনালয় মসজিদে প্রার্থণা অবিরত,
আমরা সুখে- দুঃখে সবে ভীর করি সবার ঘরে প্রতিনিয়ত।
আমরা ছিলাম শান্ত- শীতল যেন এক মায়ের সন্তান,
কোথা থেকে আজ এলো শকুন বসালো ঘায়ে দান্দান।
বিশ্বাসীদের বাজারে আজি নাস্তিকতার হাওয়া,
বিশ্বাসীদের বিশ্বাসে আজ অবিশ্বাসের ধাওয়া।
হিন্দু খৃষ্টান বৌদ্ধ আছে আছে মুসলিম বাংলায়,
মুসলমানের বাংলা থেকে নাস্তিকতার হবে বিদায়।