পথে পথে দেখি সবে
জালিমের বিবরণ
মাঝে মাঝে সয়ে যাই
জালিমের আচরণ
এভাবেই চলে যায়
এসে যায় মরণ।
সময়ের সাথে সাথে
জালিমের ইতিহাস
পড়ে সবে সবখানে
আফসোস হা হুতাশ
এভাবেই দিন যায়
ভুলে যায় সব জন।
আজকের জালিমেরা
হও তবে সাবধান
মিসমার হয়ে যাবে
আজকের দিনমান
এভাবেই হবে তবে
জালিমের আয়োজন।
জালিম আর জুলুমের
আজকের চিত্র
ইতিহাস বলে তবে
অতীতের মিত্র
পরশুরাম বলে যায়
দেখে যাও মহাস্থান।
দুই হাজার বিশ আট সাতাশ
সিরাজগঞ্জ ( রংপুর - ঢাকা হাইওয়ে)