আজ তোমাদের সুখেরক্ষণে আমরা আনন্দিত,
এই সুখক্ষণ হবে নিশ্চিত চিরকাল অবিরত।
দু'জনার হ্রদয় আনন্দে বিভোর হাসিতে উদ্ভাসিত,
আঙ্গিনায় যাদের আগমন আজি কেউ নয় অযাচিত।

এমন একটি সুখময় কাল ছিল স্বপ্নের মতো,
পূর্ণতা পেল স্বপ্ন সকল;পূর্ণ হবে আরো স্বপ্ন যত।
উভয়ে উভয়ের দরদী হইয়ো এবং সকলের,
ক্ষমা ও উদারতায় দাড়িও;আগত সকল বিবাদের।

দীন বিজয়ে অগ্রগামী সময় দেয়ার তরে,
অন্য সবাই থাকে যেনো শুধু তোমাদের পরে।
ইসলাম বিজয় মিশন হবে তোমাদের জীবনের,
আগতরা দেখবে এসে বাংলাদেশ ইসলামের।


অবিরাম দোষে প্রশ্নের মুখে পড়ে যাও কভু যদি,
সেজদায় শির অবনত করে ফেলিও চোখের নদী।
তোমাদের হাসিমুখ দেখে চিরকাল সুখে থাকুক স্বজন,
চিরকাল মনে রেখো আমাদেরে যদিওবা দূরের অভাজন।

রচনাকাল →
১২.১২.১৮