রাস্তার মোড়ে মোড়ে
টং দোকানের কোনায়
অশ্লীলতার আসরে
নগ্নতা আর বেহায়াপনায়
পথিকের অন্তর ভরপুর।
যুগ যগ ধরে
দেশ চালায় নারী
দূর্নীতির শীর্ষে পরে
বিদেশে বানায় বাড়ী
রাষ্টের নায়কেরা ঘুষখোর।
বেনামাজির সংখ্যা বাড়ে
পর্দা কেউ আর করে নারে
ডাকাতি হয় দিন-দুপুরে
এমন সময় চিন্তা তোমার
আয়রন করা কাপড় আমার।
যুবকের মনে নায়িকার খোঁজ
দেখা হলেই হবেরে ভোজ
ধর্ষক সংখ্যা বাড়ছে রোজ
এই বিষয়ে চিন্তা কি আর?
জোরে জিকির নাজায়েজ কারার।
শহর-নগর-পাড়া-আভিজাত
পোক্ত হোক সব জাহিলিয়াত
মিম্বরেও বন্দী যবান-শাহাদাত
দাওয়াত আমার টিক আছে তো?
আমার গাড়ীর চাকা চলে তো!
ভঙ্গী-ফন্দী সব ভুলে যাও
প্রভুর তরে কদম উঠাও
জোর আওয়াজে তাকবীর দাও
খেলাফত' কায়েম করো
জাহিলিয়াত' দূর করো।
পুরানা পল্টন, ঢাকা