বামপন্থার জন্মদাতার সাথে ইসলামী মূল্যবোধের মহব্বত
ডিজিটাল এ যামানায় ইসলামের অত্যাধুনিক খেদমত?

মদের দোকানে গিয়ে কুরআন শরীফ খোজা
আর কামারের কাছে গিয়ে ইসলাম বুঝা;
উভয়টাই মহাবোকার আলামত
এদের হাতে ইসলাম নয় আমানত।

ডিজিটাল যামানায় ইসলামের নামে পান করাতে চাইলে স্বার্থ-শরবত
খোদার কসম! ইসলামের মালিক করবেন তাকে বে-ইজ্জত।

মুমিন! যামানার আবু দাউদকে চিনে নিও
নারীর আনুগত্যকারীকে ভেংচি দিও,
চাপাবাজ ইসলামের চেয়ে বেশী করে নিজের খেদমত।



রচনাকাল→
২৫ সেপ্টেম্বর'২০১৮
পুরানা পল্টন, ঢাকা