চাঁদ!
কত নির্ঘুম রাত কাটিয়েছি তোমার সৌন্দর্যে মুগ্ধ হয়ে!
কত সময় পার হয়েছে তোমার রুপালি আলোয় চুমো দেয়ার কল্পনায়?
তোমার মাঝে লীন হয়ে যাওয়ার স্বপ্নে বিভোর ছিল রাতের তৃতীয় প্রহর।

চাঁদ!
তোমার জোছনাভরা আলোয় নিজেকে হারিয়ে ফেলার ব্যর্থ খেলায় মেতেছিলাম জীবনের অনেক পূর্ণিমায়,
তোমার রুপের বিভিন্নতা; রুপের অপরুপতায় আমার চোখের মুগ্ধতায় শুধু চেয়ে চেয়ে দেখেছি তোমায়।

চাঁদ!
তোমার আলোয় আলোকস্নাত জলে দেখেছি নিজেকে অবাক নয়নে,
তোমাকে দেখেছি কত রুপে?
তার বর্ণনা দিতে আজ আমার কলম অক্ষম।
তোমার জোছনাভরা জলে দেখেছি সাদা সাদা রংয়ের এক বিচিত্র জলরং।

চাঁদ!
তোমাকে দেখে দেখে আমি ক্লান্ত হয়ে পড়ি, আমার দু'চোখ ক্লান্ত হয়ে যায়
কিন্তু তোমাকে দেখার আশা আমার শেষ হয়না, আমার হৃদয় হয়না পরিতৃপ্ত।
তোমাকে দেখে দেখে ক্লান্ত হওয়া চোখ যখন বুজে আবার খুলতে চাই;
তখনই মনে পড়ে, মনে পড়ে দূর আরবের মহান এক মহামানুষের স্বরণ।

আর!
আর তাঁর স্বরণে আমি তোমাকে ভুলে গিয়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং
মনে পড়ে তাঁর সৌন্দর্য তোমার সৌন্দর্যের তুলনায় ততটাই অধিক,
যতটা অধিক এক পূর্ণিমা আর সারা মাস আলোহীন চাঁদ।

আমি ভালবাসি চাঁদ, চাঁদের আলো এবং প্রিয় নবির সুপারিশের ভাবনায়
নির্ঘুম রাত কাটানো।

রচনাকাল-
০৩ জানুয়ারী'২০২১
পটুয়াখালী