বৃষ্টি তোমার সাথে
আছে অনেক কথা,
এবার একটু থামো
শোন আমার ব্যথা।
কষ্টগূলো বাড়ছে শুধু
সুখগূলো যায় দূরে,
তোমার বিরতিতে আমি
পৌছবো নতুন ভোরে।
বন্ধু তুমি এসো
আর থেকো না ঘুমে,
মানবতা কাঁদছে দেখো
শুধু তোমার নামে।


রচনাকাল→
25 এপ্রিল 2017