বিপ্লব মানে জাহিলিয়াতের আধিপত্যের অবসান,
বিপ্লব মানে নব সাজে ইসলামী সমাজ বিনির্মাণ।
বিপ্লব মানে আবিরাম দাওয়াত অবিরত আহবান,
বিপ্লব মানে মানুষের মাঝে পৌঁছানো আল্লাহর ফরমান।
বিপ্লব মানে অবিরাম সাধনা সংগ্রাম আমরণ,
বিপ্লব মানে আল্লাহর তরে সঁপে দেয়া এ জীবন।
বিপ্লব মানে সত্যের তরে সম্মুখপানে ছুটে চলা,
বিপ্লব মানে উন্নত শিরে হকের কথা মুখে  বলা।
বিপ্লব মানে তিলে তিলে প্রভুর রঙ্গে রঙ্গিন  করা,
বিপ্লব মানে যামানার কাসিম খালিদ উমর তৈরি করা।
বিপ্লব মানে অনবরত জান্নাতের পথে হাটতে থাকা,
বিপ্লব মানে চিন্তা-কর্মে সত্যের দিকে ডাকতে থাকা।
বিপ্লব মানে সাগর পানে নদীর মতো ছুটতে থাকা,
বিপ্লব মানে জান্নাত পানে ঢেউয়ের মতো চলতে থাকা।
বিপ্লব মানে আসহাবে কাহাফ ও তাঁদের সাথী কুকুর,
বিপ্লব মানে রাজপ্রাসাদ ত্যাগ; যাতে বিদ্যমান কুফর।
বিপ্লব মানে হ্রদয়ে হাহাকার বেকারার অস্থির,
বিপ্লব মানে সুখের সমাজ;গড়ে তুলা শান্তির নীড়।


-------------
পল্টন, ঢাকা।