বাজারে মুহাসাবা করে
সে কোন বুদ্ধিমান?
এভাবে কি হবে বন্ধু
সমাজ সমস্যার সমাধান?
ইসলামের প্রতি যুগ বলে
কোনো কালে না হতে হতাশ
তবে কেন বন্ধু তোমার
নিরাশায় বসবাস?
কুরআনের প্রতি পাতায় আশা আশা
আর আশার বিবরণ
তবে কেন তুমি হতাশ বন্ধু
নিরাশায় দিন যাপন?
বিনয়ের সাথে বলি
বন্ধু এবার থামো
বাজারে মুহাসাবা নয়
দীন প্রতিষ্ঠায় নামো।