কষ্টে কষ্টে যায়রে সময়
যারা বানবাসী,
সুখে আছি শান্ত মনে
করছি হাসাহাসি।
খাবার সময় পায়না খাবার
হারায় দিবা নিশি,
অসুস্থ হয় বান পানিতে
বাড়ে সর্দী কাশি।
ঘুমের জায়গা পানির তলে
খাওয়ার পানি নাই,
কেমনে আছি কেমনে থাকি
বাঁচার উপায় নাই।
২০-০৯-১৭
বুধবার,