বাংলাদেশ আজ তোমার বারান্দা এবং ঘর অনিরাপদ
তোমার দিকে অপ্রতিরোধ্য গতিতে ধেয়ে আসছে বিপদ
তোমার পাহারাদারেরা বড্ড আতনকিত ভীত
সময় এলো তোমাকে যিনি দান করেছেন তার প্রতি হও নত।
বাংলাদেশ তোমার অধিবাসীরা পাপাচারিতায় মত্ত হয়েছিল
তোমার সন্তানেরা আল্লাহদ্রোহিতায় লিপ্ত হয়েছিল
তোমার সবুজ গালিচায় মদের অপবিত্র মাদকতা তৈরি করেছিল
তোমার পবিত্র সীমানায় সতিত্বহারার আত্বচিৎকার চলছিল।
বাংলাদেশ!
আল্লাহ চাইলেন তোমাকে পবিত্র করতে
আল্লাহ চাইলেন তোমার অধিবাসীদের সতর্ক করতে
আল্লাহ চাইলেন তোমার পাহারাদারদের সংশোধন করতে
আল্লাহ চাইলেন তোমার সন্তানদের পাপরাশি ক্ষমা করতে।
তাই
নামিয়ে দিলেন বিপদ ঘুর্ণিঝড় ফনি
জলে স্থলে যত বিপর্যয় আমরা শুনি
সব আমাদের হাতের কামাই
তাই এসো! দু হাত তুলে ফরিয়াদ জানাই।
এসো বাংলাদেশ!
অনুশোচনায় আত্বদগ্ধ হয়ে তাওবা করি
যিনি তোমাকে দান করেছেন তাঁর দিকে ফিরি।
রচনাকাল→
৩.৫.১৯
শুক্রবার, পুরানা পল্টন -ঢাকা