[ইমাম রাশিদি স্মরণে]
তুমি শান্তি তুমি মুক্তি তুমি ইসলাম,
ধন্য ধন্য হে আসানসোলের ইমাম।
তুমি মানবতার সুমন্নত নব উত্থান,
তুমি অমানবিকতার সামনে উত্থিত কৃপাণ।
তুমি হাসি তুমি আনন্দ তুমি মানবতা,
তুমি রচিত করেছ নতুন বিজয়গাথা।
যারা চায় খুন দরিয়া চায় মানবতার পতন,
তুমি তাদের তরে চাপেটাঘাত তাদের হ্রদয়ে রক্তক্ষরণ।
যারা চায় মুসলিম রক্তনদী চায় ইসলামের পতন,
তুমি তাদের তরে মহা বদি তাদের তুমি মহামরণ।
হে আসানসোলের ইমাম তুমি মানবতার হীরক মুকুট,
উসিলায় তোমার মানবতা আছে আজো উচ্চ- অটুট।