(শান বাধানো পুকুরে
মনে কত রঙ,
পাশাপাশি দু'জনে
করি কত ঢঙ)

হাসাহাসি কত
মাখামাখি শত
অতীতের স্মৃতি খোঁজা,
কত শত রাত
হয়েছে প্রভাত
গল্প হয়নি তবু বুঝা।

মনে অসীম সুখ
দুঃখেরও হলো সুখ
অসীম আনন্দে মেলেছি ডানা,
যাবো হারিয়ে
দু'জনার হয়ে
যাই চলে বহুদূর;নেই কোনো মানা।

মনের পাতায়
স্মৃতিরা জাগায়
অতীত গল্পের ঢেউ,
দু'জনার মনে
খুশীর এই ক্ষণে
আনন্দ ঢেলে দেয় কেউ।

সময়ের ফাঁকে
অনেকেই ডাকে
পাশাপাশি বসা,
কত কথা দু'জনার
হয়নি সুযোগ বলার
রঙ-ঢঙে জবান রসা।

রচনাকাল →
০১.০৪. ১৪
ফতেহপুরী হুজুরের বাড়ী,
রাজনগর