যেতে যেতে বহু পথ চলেছি
হেসে হেসে বহু কথা বলেছি
তোমাকেই বার বার চেয়েছি
আমি তোমাকেই শূধু ভালোবেসেছি।
চেয়ে চেয়ে বহু কিছু দেখেছি
সুরে সুরে বহু গান গেয়েছি
পথে পথে তোমাকে খুঁজেছি
আমি তোমাকেই প্রভু শূধু ভেবেছি।।



রচনাকাল→
১৮ জানুয়ারি'