আমি দূর্জয় বন্ধনহীন চির সাহসী খোদার সৈনিক,
আমি দূর্জয় শন্কাহীন চির স্বাধীন চির নির্ভীক।
আমি দূর্জয় উম্মাদ ডাকি তোমায় পথ চলি অবিরাম,
আমি দূর্জয় সাথী হও নির্ভয়ে কায়েম করি প্রভুর নাম।

আমি দূর্জয় চির উম্মুখ ফোটাই মানবতার মুখে হাসি,
আমি দূর্জয় নিশ্চিন্ত অসহায় মানবকে ভালোবাসি।
আমি দূর্জয় ক্ষুধিত জনতার দূর করি আহাজারি,
আমি দূর্জয় জালিমের তরে মৃত্যুময় মহামারী।

আমি দূর্জয় নিয়েছি শপথ করবো মুক্ত নীলাভ,
আমি দূর্জয় নিপীড়িতের তরে স্বপ্নিল সোনালী খাব।
আমি দূর্জয় আনবোই সুদিন স্বপ্ন সুখের বিজয়,
আমি দূর্জয় চির দুর্দমনীয় চির নির্ভয় দূর্জয়।


আমি দূর্জয় গজনীর মাহমুদ বাংলার বখতিয়ার,
আমি দূর্জয় মুক্ত করবো গগন করেছি এখতিয়ার।
আমি দূর্জয় শাহজালাল শাহ কারামত আউলিয়া,
আমি দূর্জয় শায়খ ফজলুলের নব চেতনা জাগানিয়া।

রচনাকাল→
২৫.০৭.১৭
মঙ্গলবার