(মাসুম বিল্লাহ স্বরণে)

তোমার চোখের চাহনি
আমার মনোজগতে ঝড় তুলে
তোমার মুখের হাসি
আমার হৃদয়ে আনন্দের ঢেউ তুলে।
তোমার লোচনে যদি দেখি খুশির ঝিলিক
তবে আমিও খুশিতে আত্বহারা হয়ে যাই।

তোমার হৃদয়ে যদি ভালোলাগে কিছু
আমিও তার পিছু নেই
তোমার ভালোলাগা বস্তুকে আমিও
আপন করে নেই।
তোমার বলা প্রতিটা কথাকে আমার তৃষিত হৃদয়ের আব হায়াত মনে হয়
তোমার চোখের চাহনিতে
আমার মনে আবেগের ঝর্ণা বয়।

তোমার চলন বলন উচ্চারণ
আমার হৃদয়ে আলোড়ন তুলে
তোমার প্রতিটা কদমে
আমার মন কষ্ট ভুলে।

রচনাকাল→
সাইদনগর জামিয়া-ঢাকা
৩০.০৪.১৯ মঙ্গলবার