আমি একাত্তরে গর্জে উঠেছি বায়ান্নর চেতনায়,
বায়ান্নতে দিয়েছি রক্ত মুক্তির সেই প্রেরণায়।
সাতচল্লিশে বিভাজন ইসলামী হুকুমাত সাধনায়,
সাতান্নতে সংগ্রাম করেছি আঠারশ তিনের ফতোয়ায়।।
নিখিল পৃথিবী সাক্ষী আছে আমার কীর্তিগাথায়,
চিরদিন রবে চিরঅম্লান ইতিহাসের পাতায়।
একদিনে দেশ হয়নি স্বাধীন লেগেছে বহু বছর,
আঠারশ তিনের ফতোয়ায় ছিল স্বাধীনতার খবর।
এক লোকমায় ক্ষুধা মিটেনা অনেক লোকমা দরকার,
আঠারশ তিনের ফতোয়ায় ছিল মুক্তির অধিকার।
সমাপ্তির আগে সূচনা ছিল শেষের আগে শূরু,
আঠারশ তিনের ফতোয়াই ছিল একাত্তরের গূরূ।