আজানের সুরে হয়ে মাতোয়ারা
আত্মমগ্ন হয়ে পড়ি,
বাড়ী ঘর ছেড়ে হয়ে আনোয়ারা
মসজিদের পথ ধরি।
সংসার ভুলে তাঁর কদমে নত করি মাথা,
আপাদমস্তক আলো হয়ে ভুলে যাই শোকগাথা।
পাপের কথা ভুলে গিয়ে পুণ্যের পথ ধরি....
ফজরের আজানে সুমধুর তানে রাতের গ্লানি ভুলি,
বিছানা বালিশ দূরে ফেলে সব সোনালী পথে চলি।
সেজদায় শির লুঠায়ে দিয়ে কান্নায় বুক ভরি.....
মাগরিব আজানে দিনের ক্লান্তি বিদায় নিয়ে যায়,
এশার আজানে ক্লান্ত দেহ বিছানায় চলে যায়।
যোহর আসর মসজিদে আমি করুণা চেয়ে মরি......