আজ প্রকাশিত হোক সব মন্দ গোপনীয়তা,
নব উদ্যোগে জাগ্রত হোক পরাজয় ধারাবাহিকতা।
সব মিথেরা পৌছে যাক পরাজয় সীমানায়,
সত্য সব উদ্ভাসিত হোক ত্যাগের নাজরানায়।
দীন টিকে থাকবে ঘোষণা আসমানি ,
নেজাম পরিবর্তন হবে এ কথাই আমি মানি।
মানি আল্লাহ মানি দীন না কোনো বিশেষ নেজাম?
ব্যক্তি বিশেষের অনুসারি আমি না ইতাআতে ইসলাম?
বোকা আবেদ ভন্ড আলেম এবার একটু থামো,
আত্নপ্রতিষ্ঠায় নিমগ্ন না হয়ে ইসলাম প্রতিষ্ঠায় নামো।
পৃথিবীতে হবে সুখ সমীরণ শান্তি শীতল সব,
হয়তো তোমায় করবে ক্ষমা; মাফ দিবেন রব।



রচনাকাল →
১৪ নভেম্বর'১৭