নদী থেকে একটু দূরেই ছিলো প্রিয়তমার কবর,
প্রতি বেলাতেই নিতাম তাহার খবর।

বেলায় বেলায় তাহার কবর করিতাম পরিষ্কার,
যেনো তাহাতেই সুখ, পাইতাম মনের আহার।

আমারে একা কইরা গেলো বহুদূর,
হৃদয়ের গহীনে বেজে ওঠে বেদনার করুণ সুর।

আছে শুধু কবরটা শেষ স্মৃতি হিসেবে,
মিথ্যে অপেক্ষায় তাহার, হয়তো এ' বুকে ফিরবে।

কিন্তু! নদী মাতা কেড়ে নিলো তাহারে,
হৃদয়ে অতীত সুখের ছন্দ পতন হইলো, এ দুঃখ দেখাই কাহারে।

নদীয়ে ভাইঙ্গা নিলো তাহার কবর,
এখন আমি বড্ড একা হইলাম, কেমনে নেবো তাহার খবর?

নদীর বুকের কষ্টে  মিশ্শা, গেলো যেন চিরতরে ভাইস্যা,
তাহার লগে গেলো আমার সকল সুখ-আশা-ভালোবাসা।

হৃদয় গহীনে দুঃখের দেয়ালে, তাহার একখানা ছবি আছে,
শেষ সম্বল করে পরিষ্কার করে রাখি, যদি যায় তাহা মুছে।


[(০৮/০৩/২০২৫)— শনিবার]