আমার কিছু ব্যথা কেউই না জানুক,
না জানুক আমার চাওয়া ও পাওয়া।
বুকের গহীনে ধূলো পরাবস্থায় থাকুক তারা।
                কেউ না জানুক।

কেউ না জানুক আমার না পাওয়া প্রেম,
আমার অপ্রকাশিত ভালোবাসা।

কেউ না জানুক,
পরিবারে প্রতি আমার আত্মত্যাগ।

কি সীমাহীন দুঃখ প্রতিনিয়ত বহন করে চলি,
             তা কেউ না জানুক।

হাসির আড়ালে শত ব্যর্থতা আমায় ঘিরে,
শত-সহস্র বিষন্নতার বসবাস এ মনে,
                    তা কেউ না জানুক।

পথে ছিল শত আপনজন, আপন প্রয়োজনে সবাই হারায়।
হারানোর বেদনা কেউ না জানুক।
                             না জানুক আমার স্বপ্ন।

কেউ না জানুক,
          ভেঙ্গে যাওয়া হৃদয়ের গল্প।
আর না জানুক লাঞ্ছিত-অপমানে ক্লান্ত হৃদয়ে রক্ত ক্ষরণের করুন কাহিনী।
                          দূরে ঠেলে দেয়ার বেদনা কেউ না জানুক।

তা কেউ না জানুক,
কত কত রাত ক্ষুধা-তৃষ্ণাকে আলিঙ্গন করে নিদ্রাযাপন করেছি।

তা কেউ না জানুক, আমার দুঃখ বেদনা গুলো,
সব অপ্রকাশিতই থাক।

সবাই জানুক আমি চিরসুখী।

সত্যিই, কেউই না জানুক..........